ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে সেহেরী ও ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের নিজ অর্থায়নে সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় এ কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার বিকেলে রুকসু ভবনের সামনে প্রায় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা।
এ সময় ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ সহ ফরিদপুর জেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ করা যেতে পারে পবিত্র রমজান মাস উপলক্ষে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী অসহায় দুঃস্থ মানুষের মধ্যে সেহরি ও ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
Leave a Reply