ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার সকালে বন্যাঢ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসন এর কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিদপ্তর ও ক্যাবের যৌথ আয়োজনে জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিটন ঢালী, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব ,
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃসোহেল সহ প্রমুখ।
“নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্যকে ধারণ করে এই বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ী প্রতিনিধিদের আহবান জানান।
Leave a Reply