ফরিদপুরে বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরন সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধি
বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকাল ৪:৩০ টায় ফরিদপুর জেলা ও মহানগর জাতীয়তাবাদী যুবদলের যৌথ উদ্যোগে সংগঠনের মহানগর শাখার সভাপতি বেনজীর আহমেদ তাবরিজের সভাপতিত্বে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এক স্বরনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত স্বরন সভায় অন্যান্যদের মধ্যে ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খাঁন পলাশ, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,জাতীয়তাবাদী মহিলা দল ফরিদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিলকিস রহমান, ছাএদল ফরিদপুর মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জাসাস ফরিদপুর জেলা শাখার সভাপতি রাশেদুল আলম তুহিন, জেলা ছাএদলের সহ সভাপতি মেহেদী হাসানসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিতি থেকে বক্তব্য রাখেন।
স্বরন সভায় বক্তারা তাদের বক্তব্য বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বর্তমান সরকারের নানামূখী সমালোচনা পূর্বক ইতিপূর্বে ঘোষিত ১০ দফা দাবী আদায়ে উপস্থিত নেতৃবৃন্দকে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহবান জানান।
Leave a Reply