ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে বাংলাদেশ কৃষক লীগের ৫১তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক লীগের ৫১তম প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষে সংগঠনের, ফরিদপুর জেলা,সদর উপজেলা ও শহর শাখার যৌথ উদ্যোগ ও জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষ্মণের সভাপতিত্বে
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক সবিতা বৈরাগী, দপ্তর সম্পাদক এ্যাডঃ সুজিত কুমার, শহর শাখার আহবায়ক কামরুল হাসান বাবুল, সদস্য সচিব দেবদাস সাহা ,আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আসাদুজ্জামান. সদস্য সচিব দেবদাস সাহা ধর্ম বিষয়ক সম্পাদক মোতালেব মুন্সী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৭২ সালে ১৯ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকলীগ গঠন করেন। গঠনের পর হতে অদ্যবধি বাংলাদেশের সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে কৃষকলীগ সক্রিয়ভাবে অংশ গ্রহন করেছে
কৃষক তথা কৃষি সংশ্লিষ্ট যে কোন সমস্যা সমাধানে কৃষক লীগের নেতা- কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার যখনি ক্ষমতায় এসেছে তখনি এ দেশের কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটেছে। কৃষকের ভাগ্যন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
Leave a Reply