ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে সালথায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রামমোহন রায়কে গ্রেফতার করা হয়েছে।
গত ২০ মার্চ রাত আটটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর র্যাব – ০৮ এর কমান্ডার আবু সাঈদ আক্তারের নির্দেশনায় আলোচিত নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন কুমার রায়কে ভাঙ্গা উপজেলার বাস টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়।
রাত ৯:৩০ মিনিটে র্যাব আটককৃত আসামিকে সালথা থানায় হস্তান্তর করেন। সালথা থানা পুলিশ উক্ত আসামিকে আজ ১০.০০ টায় আদালতে প্রেরণ করেন।
জানা যায়, গত শুক্রবার (১০ মার্চ) স্থানীয় কলেজ ছাত্রী অর্পিতা রায়(১৮) কে উত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজ ছাত্রীর বাবা, কাকা, কাকাতো ভাইয়ের উপর হামলা চালিয়ে আহত করে উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন ও তার সমর্থকেরা। এ বিষয়ে পরবর্তীতে সালতা থানায় ২০০০ সালের নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
সংশোধনী ২০০৩ সহ ধারা: ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০।
Leave a Reply