ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার গট্রি ইউনিয়নের বলিয়া গট্রির বড়ই তলা মোড়ে আজ রবিবার সকাল দশটায় ফরিদপুর গামী পাকা রাস্তার উপর একটি চলন্ত অটো ভ্যান গাড়িকে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা সালথা গামী মাহেন্দ্র ধাক্কা দিলে ভ্যানে থাকা
ক) ইয়াদ আলী (৩০),
পিতা- বাদশা খালাসী,
ফুকরা।
খ) লিটন খান (২২), পিতা- ইদ্রিস খান, সাং- চাঁদপুর।
গ) সুমন খান (২০), পিতা-গিয়াস উদ্দিন।
ঘ) শিল্পী বেগম (২৩), স্বামী -ওহিদ মাতুব্বর, সাং-দোহার গট্টি, সালথা উপজেলা জেলা-ফরিদপুর ঘটনাস্থলে গুরুতর আহত হন।
আহতদের প্রথমে সালথা উপজেলা স্বাস্থ্য প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তীতে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply