ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি এবং মাদ্রাসা শিক্ষক সমিতি মধুখালী উপজেলা শাখার আয়োজনে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রোকনুজ্জামান এর সভাপতিত্বে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী শাখার সভাপতি মীর নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ও মাধ্যমিক শিক্ষক সমিতি মধুখালী শাখার সভাপতি মোঃ নাজির হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মোঃ রজব আলী মোল্লা এবং মাদ্রাসা শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিমুজ্জামান প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা উপজেলা নির্বাহি অফিসার আশিকুর রহমান চৌধুরীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply