ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভাধীন কাপুড়িয়া সদরদীতে আজ সোমবার সকাল ১১:৩০ মিনিটে ব্যক্তি মালিকানাধীন পরিচালিত এম এম ওসমান মডেল স্কুলের শিক্ষার্থীদের মাসিক বেতন দিতে দেরী হওয়ায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম এম ওসমান বিদ্যালয়ের প্রায় ২০ -২৫ জন শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করে।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিচারের জন্য উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট গেলে তারা উপযুক্ত বিচার করা হবে বলে আশ্বাস দেন।
বিদ্যালয়টিতে প্রায় ২৫০/৩০০ শিক্ষার্থী লেখাপড়া করে। বতর্মানে বিদ্যালয়ের ক্লাস বন্ধ রয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরেজমিনে তদন্তের জন্য যাবেন বলে জানা গেছে।
Leave a Reply