ফরিদপুর জেলা প্রতিনিধি :
নারীদের নিরাপদ ক্রীড়া চর্চা ও খুলনার বাটিয়াঘাটায় নারী ফুটবলারদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভাঙ্গায় মানববন্ধন হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টায় ৩০ মিনিট পর্যন্ত ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনের আয়োজন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ। সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ফরিদপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহমুদা হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, বিজ্ঞান আন্দোলন মঞ্চের ফরিদপুর অঞ্চলের আহবায়ক সজল বাড়ৈ, ছাত্রফ্রন্টের সদস্য প্রণয় ওঝা প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থীসহ শতাধিক লোক অংশগ্রহণ করেন।
Leave a Reply