পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, ১ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৫ ও ৬নং বাঁধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন।
এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনকে ১০ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহয়তা করেন শিবগঞ্জ থানা পুলিশ ও রাজশাহী গোদাগাড়ী ইউনিটের নৌ পুলিশ।
অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগর মিরেরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে সেলিম রেজা (২৯)।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০টায় অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে ১০দিনের কারাদণ্ড দেওয়া হয়।
Leave a Reply