স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির উদ্দিনের বিরুদ্ধে স্কুলের বিপুল সম্পদ তছরুপ ও তহবিলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ৭ জুলাই এই স্কুলের ১৬ জন শিক্ষক প্রধান শিক্ষক সাব্বির উদ্দিনের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী, জেলা প্রশাসক ও বোর্ডসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন। এই অভিযোগে শিক্ষকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণ ও বিভিন্ন ফ্যান্ডের টাকা তছরুপের গুরুতর অভিযোগ করেন। এলাকাবাসীও সাব্বির উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন দুদকসহ বিভিন্ন দপ্তরে। এতে বলা হয় স্কুল মার্কেটের দোকান বরাদ্দের নামে বিভিন্ন জনের কাছ থেকে অতিরিক্ত টাকা গ্রহণ এমন কি ২/৩ হাত জমি বিক্রি প্রায় ১২ লক্ষ টাকায় এবং তিনি নিজের নামে মার্কেট না করে অন্যে নামে প্রয় ১০ টি মার্কেট দখল করে নিজে ভোগ করছেন প্রধান শিক্ষক।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, দুর্নীতিবাজ শিক্ষক ও সভাপতিদের গভীর যোগ রয়েছে শিক্ষা বোর্ডের বিভিন্ন শাখার দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারিদের সঙ্গে। আরও অভিযোগ রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে কোন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা প্রেষণে যোগ দিয়ে দুর্নীতি অনিয়ম প্রতিরোধে ভুমিকা রাখার চেষ্টা করলেই বোর্ডের অভ্যন্তরের সক্রিয় দুর্নীতি সিন্ডিকেট তৎপর হয়ে ওঠে তাকে ঠেকাতে। একইভাবে তাদের আশ্রিত দুর্নীতিবাজ স্কুল শিক্ষকরাও ছুটে এসে এসব কর্মকর্তা কর্মচারির সঙ্গে যোগ দেন। বিনোদপুর স্কুলের প্রধান শিক্ষককেও বোর্ডের দুর্নীতিবাজ সিন্ডিকেটের কেউ কেউ আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন বলে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিনোদপুর স্কুলের প্রধান শিক্ষক সাব্বির উদ্দিন বলেন, স্কুলের সম্পদ ব্যবস্থাপনা ও আয়-ব্যয়ের হিসাব তার কাছে রয়েছে। তিনি কোন দুর্নীতি করেননি। বোর্ডের স্কুল পরিদর্শকের বিরুদ্ধে আনীত ঘুস চাওয়ার বিষয়ে কোন প্রামাণ্য দলিল আছে
কিনা-জানতে চাইলে তিনি বলেন, তিনি অভিযোগ করেছেন তবে কোন প্রমাণ তার কাছে নেই। সাবির উদ্দিন আরও জানান, দুদকের কোন নোটিশ তিনি এখনো পাননি।
Leave a Reply