চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলাধীন পৌর এলাকায় মুল্যতালিকা দৃশ্যমান না রাখাই সকল মুদি দোকানিকে ও কাঁচামাল বিক্রেতাগণকে সতর্ক করলেন নাচোল উপজেলার নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নাচোল বাসস্ট্যান্ড, মধ্যবাজা, মডেল মসজিদ মোড় এবং রেলওয়ে স্টেশন বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। এ অভিযানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস। আরো উপস্থিত ছিলেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, কৃষি অফিসার বুলবুল আহম্মেদ
প্রমুখ।
অভিযান পরিচালনাকালে দোকান মালিকের সতর্ক করে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন বলেন, আজকে সতর্ক গেলাম। আগামীদিনে নিয়ম মেনে না চললে গোপনে মনিটরিং করা হবে। যদি কোন মালামাল নির্দিষ্ট মূল্যের চেয়ে অধিক দামে বিক্রি করার প্রমান মিললে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে।
নির্ধারিত বাজার মূল্যের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস বলেন, আমরা পুরো রমজান মাস বাজার মনিটরিং করবো। যদি কোনভাবে দেখা যায় বাজার অস্থিতিশীল হচ্ছে তাহলে আমরা অভিযুক্তের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিবো। পরিস্থিতি অনুকূলে রাখার চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এগিয়ে যাচ্ছে দেশ। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি এবং আগামীতে করে যাবো।
Leave a Reply