মোঃ সারোয়ার হোসেন অপু ,
বিশেষ প্রতিনিধি,
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোলাম মওলা প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন। নওগাঁর ৬টি আসনে ২৮জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়বেন। রাজনৈতিকভাবে বিভিন্ন দলের মনোনীত ১৮ জন এবং স্বতন্ত্র ১০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের ৬ জন প্রার্থীর অনুকুলে দলের সংরক্ষিত নৌকা প্রতীক, জাতীয় পার্টির ৬ জন প্রার্থীর অনুকুলে দলের সংরক্ষিত লাঙ্গল প্রতীক, তৃনমুল বিএনপি’র ২ জন প্রার্থীর অনুকুলে দলীয় সংরক্ষিত সোনালী আঁশ প্রতীক, বাংলাদেশ কংগ্রেস-এর ২ জন প্রার্থীর অনুকুলে দলের সংরক্ষিত ডাব প্রতীক, জাসদের ১ জন প্রার্থীর অনুকুলে দলের সংরক্ষিত মশাল প্রতীক, ন্যাশনাল পিপলস পাটি (এনপিপি) ১ জন প্রার্থীর অনুকুলে দলের সংরক্ষিত আম প্রতীক বরাদ্দ করা হয়েছে। স্বতন্ত্র ১০ জন প্রার্থীর অনুকুলে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা’র দেয়া তথ্য মোতাবেক আসন ভিত্তিক প্রার্থীরা যেসব প্রতীক পেয়েছেন তাঁরা হলেন-
নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার): আওয়ামীলীগের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি (নৌকা), জাতীয় পার্টির আকবর আলী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান (ট্রাক) এবং স্বতন্ত্র প্রার্থী মাজেদ আলী ( ঈগল)।
নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট): আওয়ামীলীগের প্রার্থী শহিদুজ্জামান সরকার এমপি (নৌকা) এবং জাতীয় পার্টির এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন (লাঙ্গল)।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী ): আওয়ামীলীগের প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মাসুদ রানা (লাঙ্গল), তৃনমুল বিএনপি’র প্রার্থী সোহেল কবির চৌধুরী (সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী মাহফুজা আকরাম চৌধুরী (ঈগল) এবং স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার সেলিম (ট্রাক)।
নওগাঁ-৪ (মান্দা): আওয়ামীলীগের প্রার্থী নাহিদ মোর্শেদ (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী আলতাফ হোসেন( লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেস-এর প্রার্থী আব্দুর রহমান (ডাব), স্বতন্ত্র প্রার্থী এস এম ব্রুহানী সুলতান মামুদ( ট্রাক), এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং (ঈগল)।
নওগঁ-৫ (নওগাঁ সদর): আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন জলিল জন (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী ইফতারুল ইসলাম বকুল (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী এস এম আজাদ হোসেন মুরাদ (মশাল) এবং স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষান ( ট্রাক)।
নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর): আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী আবু বেলাল হোসেন জুয়েল (লাঙ্গল), তৃনমুল বিএনপি’র প্রার্থী পি কে আব্দুর রব (সোনালী আঁশ) , বাংলাদেশ কংগ্রেস-এর প্রার্থী সরদার মোঃ আব্দুস সাত্তার (ডাব), ন্যাশনাল পিপলস পাটি (এনপিপি) প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম (আম) স্বতন্ত্র প্রার্থী জাহিদুল (ঈগল), স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন (ট্রাক) এবং স্বতন্ত্র প্রার্থী নওশের আলী (কাঁচি)। প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়বেন।
Leave a Reply