মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ প্রতিনিধি,
নওগাঁর বদলগাছীতে ডাকাতির চেষ্টায় ৪ জনকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, আটকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার বজরুক আতিতা গ্রামের মো. বদর উদ্দিন ফকির এর ছেলে মো. আজাদুল ইসলাম (৪৪) নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার কটিয়াপাড়া গ্রামের মো. নাজিম উদ্দীন এর ছেলে মো. সাজু (৪৩) আত্রাই উপজেলার মালিপুকুর গ্রামের মো. তালেব মন্ডল এর ছেলে মো. রেজাউল মন্ডল (২৭) মহাদেবপুর থানার বেলঘড়িয়া গ্রামের মৃত মস্ত্তব আলীর ছেলে মো. মুকুল হোসেন (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ৯ ডিসেম্বর ভোর সাড়ে ৫টা নাগাদ উপজেলার বালুভরা ইউনিয়নের ভরট্র খাড়ির ব্রীজ সংলগ্ন এলাকায় একই গ্রামের সামসুল মন্ডল (৫০) অটো গাড়িতে চড়ে মহাদেবপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমন সময় খাড়ির ব্রিজের উপর ডাকাতি উদ্দেশ্যে ৪ জন ছিনতাইকারী গতি রোধ করলে শামসুল মন্ডল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাৎক্ষণিক বাড়িতে ফোন করলে প্রতিবেশীরা ছুটে এসে ৪ জনকে পাক রাও করে থানায় খবর দেয়।
থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাসুয়া, একটি ধারালো ছুরি, মেহগুনি গাছের ৪ টি লাঠি ও কালো রঙের একটি পালসার মোটরসাইকেল যাহার রেজি নং নওগাঁ-হ ১৫-৯৩৭৩ জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে বদলগাছী থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান বলেন, ডাকাতি চেষ্টা মামলায় ৪ জনকে আটক করা হয়েছে। যাহার মামলা নং ১১। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply