মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি,
নওগাঁ জেলার বদলগাছীতে আগুনে পুড়ে আলতাফ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১ লা মার্চ,দিবাগত রাতে বদলগাছী উপজেলার গোড়শাহী মধ্যপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত আলতাফ হোসেন ওই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
নিহত আলতাফ হোসেনের ছেলে তরিকুল ইসলাম জানান, তার বাবা বাড়ির আঙিনার সামনে আলাদা একটি ঘরে থাকত। আজ মধ্যরাতে হঠাৎ করেই বাবার ঘরে আগুন দেখতে পায় স্থানীয় একজন। এরপর চিৎকার শুরু করলে আমরা আগুন লাগার বিষয়টি দেখতে পাই। এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। কিন্তু আগুন নেভানোর আগেই আমার বাবা আগুনে পুড়ে মারা যায়। একইসাথে দুটি ছাগল এবং ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায়।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল জানান, ঘটনাটি জানার পরে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এরই মধ্যে নিহতের পরিবারের মাঝে ৩০ হাজার টাকা সরকারিভাবে সহযোগিতা করা হয়েছে এবং কিছু শুকনা খাবার দেয়া হয়েছে।
Leave a Reply