মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি,
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা এবং মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বেলা সাড় এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে সচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ. ফরহাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনসুর আলী, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন লিডার মো. শফিউল ইসলাম, কাউন্সিলর মেহেদী হাসান, সামাজিক সংগঠন মানবসেবার সভাপতি রাসেল মাহমুদসহ বিভিন্ন দপ্তর প্রধান।
Leave a Reply