ফরিদপুর জেলা প্রতিনিধি
টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ মানুষ, সবুজ পৃথিবী এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে ফরিদপুরে আলোচনা সভা ও শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রশিক্ষণ কর্মকর্তা হাসিবুল হাসান প্রমুখ।
সভায় বক্তারা দুধ এর উপকারীতা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তারা বলেন, দুধে কিলোক্যালোরী, ফ্যাট, প্রোটিন, শর্করা, কোলেস্টেরল, সোডিয়াম, ভিটামিন, মিনারেল ও অন্যান্য পুষ্টি উপকরণ থাকায় মানব দেহের হাড় ও দাতের গঠন, ক্ষয়পূরণ ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এ জন্য যে কোনো বয়সি প্রত্যেকের জন্য নিয়মিত দুধ পান করা অত্যন্ত জরুরী বলে মত দেন বক্তারা।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও পুরষ্কার তুলে দেওয়া হয়।
Leave a Reply