মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ জেলা প্রতিনিধি,
তীব্র গরম ও ঘন লোডশেডিং অতিষ্ঠ বদলগাছী উপজেলা বাসী।
জানা যায়, আজ ৫ই এপ্রিল ২০২৪ইং শুক্রবার পবিত্র মাহে রমজান কথা ছিল রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের ব্যবস্থা কমিয়ে আনা হবে। কিন্তু
রমজানে তার উল্টোটা করা হচ্ছে। বিদ্যুৎ লোডশেডিং এ বিপর্যস্ত অবস্থা ব্যবসায়ী সহ সাধারণ মানুষের।
একদিকে গরম অন্যদিকে লোডশেডিং এই দুই মিলে যেন নাজেহাল অবস্থা সৃষ্টি হয়েছে নওগাঁ সহ বদলগাছী উপজেলা বাসীর । মাহে রমজান মাসে ইফতারির সময়,তারাবি এমনকি সেহরির সময়ও ঠিক মত থাকছে না বিদ্যুৎ। ঘন ঘন লোডশেডিং আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরাও, লেখাপড়ায় ভীষণ সমস্যা হচ্ছে।
এবিষয়ে ব্যবসায়িক মহলের সাথে কথা বললে তারা জানান , সকালে দোকান খুললে বিদ্যুৎ থাকেনা আমাদের অবস্থা খুব খারাপ। বিদ্যুৎ না থাকায় আমাদের ব্যবসা করতে কষ্ট হয়ে পড়েছে। আমরা চাই বিদ্যুৎ ২৪ ঘন্টায় থাকুক যাতে আমাদের ব্যবসা করতে সুবিধা হয়।
উপজেলার বিভিন্ন গ্রামে সরিজমিনে ঘুরে জানা গেছে, বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন শিশুরা। শিশুদের এমনিতে নানান অসুখের মধ্যে পড়েন তার মধ্যে বিদ্যুৎ থাকেনা তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়।
চলতি মাসে নওগাঁ জেলার বদলগাছী উপজেলা সহ সকল উপজেলায় অধিক হারে বেড়ে গেছে লোডশেডিং এই লোডশেডিং থেকে কখন যে মুক্তি পাওয়া যাবে তা নিয়ে শুরু হয়েছে নানান প্রশ্ন। বদলগাছী বাসীর একটাই দাবী লোডশেডিং কমানো হোক অন্তত রমজানের মধ্যে লোডশেডিং যেন না দেওয়া হয়।
এবিষয়ে বদলগাছী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মোঃ আহসান হাবীব এর মুঠোফোন ০১৭৬৯-৪০৭২৩৫ একাধিকবার যোগাযোগ করা হলে তিনি তার মুঠোফোন টি রিসিভ করেন নি।
Leave a Reply