মোঃ শাহিন শওকত জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অভিযানে
*আন্ত:জেলা সক্রীয় ডাকাত চক্রের দলনেতা সহ ০৬ জন ডাকাত গ্রেফতার এবং পিকআপ, দেশীয় অস্ত্রশস্ত্র, নগদ টাকা, মটরসাইকেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার*
গত ইং ১৯/৩/২৩ তারিখ গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একদল আন্ত:জেলা ডাকাত চক্র ডাকাতি/ চুরি করার জন্য পিকআপ যোগে দেশীয় অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ তানোর থানাধীন মুন্ডমালা এলাকা হতে নাচোল থানা এলাকায় আসতেছে । উক্ত সংবাদের ভিত্তিতে আসগার আলীর নেতৃত্বে তার সংগ্রীও ফোর্স ও নাচোল থানা পুলিশের সহযোগিতায় রাত্রী ০২:৩০ ঘটিকায় নাচোল থানাধীন পচাকান্দর নামক স্থানে মহাসড়কের পশ্চিম পাশে একটি পিকআপ, দেশীয় অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য সহ আসামি *০১* ) মোঃ রবিউল ইসলাম @ রিপন (১৯) [ *চালক* ] পিতা- মৃত আঃ রাজ্জাক সাং বীরকয়া থানা – বাগমারা, রাজশাহী কে আটক করে । উক্ত আসামীকে জিজ্ঞাসা বাদে জানা যায় তার সহযোগী অন্যান্য ডাকাত সদস্যগণ ডাকাতি/ চুরি করার জন্য নাচোল থানা এলাকায় ঢুকেছে । পরবর্তীতে ধৃত আসামির প্রদত্ত তথ্য মতে
*০২* ) মোঃ উজ্জ্বল হোসেন (৩৮) [ *দলনেতা* ]
পিতা – তানজেব
সাং শালদহ থানা-মান্দা নওগাঁ
*০৩)* মোঃ ইমরান আলী (৪২) [ *দলনেতা* ] পিতা- সাদের আলী সাং পীরপুর শাহানাপাড়া থানা- নাচোল চাঁপাইনবাবগঞ্জ
*০৪* ) আঃ রাজ্জাক (৪০) [ *সহযোগী* ]
পিতা – মৃত লোকমান
সাং শুভডাঙ্গা থানা- বাগমারা রাজশাহী ।
*০৫* ) মোঃ নাসির হোসেন (৩০) *[ক্রেতা ও কসাই* ] পিতা- মৃত আমিরুল
*০৬* ) মোঃ টনি শেখ (২১) *[ক্রেতা ও কসাই* ] পিতা- মোঃ ফজলু কসাই
উভয় সাং ভাটাপাড়া থানা- রাজপাড়া রাজশাহী গণকে ইং ২০/৩/২৩ তারিখ ২০:৪০ ঘটিকায় *রাজশাহী কোর্ট স্টেশন এলাকা অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেল ও লুন্ঠিত মালামাল ক্রয় – বিক্রয়ের নগদ ৬৪,২১০/ টাকা সহ আটক করা হয়* । ধৃত আসামিগণকে জিজ্ঞাসাবাদে জানা যায় তাহারা নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় একাধিক ডাকাতি/ চুরির ঘটনা সংঘটিত করেছে । ডাকাতগণ রাজশাহী কোর্ট স্টেশন এলাকার বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসাবে অবস্থান করে প্রতিদিন রাত্রে রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সহ রাজশাহী বিভাগের অন্যান্য জেলার বিভিন্ন থানা এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য সহ নিজদের ক্রয়কৃত পিকআপ / ট্রাক যোগে ডাকাতি/ চুরি করে থাকে । লুন্ঠিত মালামাল সহযোগী ধৃত আসামিদ্বয়ের মাধ্যমে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে থাকে । অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত আছে । উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।ৌ
Leave a Reply