ফরিদপুর জেলা প্রতিনিধি
আসন্ন ১৬ মার্চ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ ৫ নং ডিগ্রির চর ইউনিয়ন শাখার উদ্যোগে
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন আবু মিয়ার নৌকা প্রতীকের সমর্থনে আজ বিকেল পাঁচটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ফরিদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব ইমান আলী মোল্লা , যুব মহিলা লীগের আহ্বায়ক রোকসানা আহমেদ মেহেবী, ফরিদপুর পৌরসভার ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক খলিফা, ফরিদপুর পৌরসভার ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল আহমেদ ফয়সাল। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন আবু মিয়া।
এ সময় দলীয় নেতা কর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।
একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ।
Leave a Reply