মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন কিনে জমা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ৪৩ -১ শিবগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে রবিবার মনোনয়ন ফরম কেনেন জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন-শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো আবু আহমেদ নজমুল কবির মুক্তা ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো আব্দুল আউয়াল গুণী জোহা, শিবগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক, শিবগঞ্জ
উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমীক লীগসহ স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।
সৈয়দ নজরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ ৪৩ / ১ শিবগঞ্জ আসনে জনসাধারণের পাশে রয়েছি। গেল করোনা মহামারীর সময় ও বন্যার সময় আমি অসহায় মানুষের পাশে ছিলাম, আছি আগামীতেও থাকবো। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন।
Leave a Reply