চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চামা বাজারে শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ করেছেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
গণসংযোগ কালে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। তাহলে দেশেও জাতীর উন্নয়ন হবে,উন্নয়ন হবে শিবগঞ্জ উপজেলার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মফিজ উদ্দিন, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিস্যু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মানিক, শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সৈয়দ নজরুল ইসলাম বলেন গণসংযোগকালে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ আগ্রহী হয়ে আমার সাথে দেখা করতে এগিয়ে আসেন। এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়ার দাবীতে শ্লোগান দেন দলীয় নেতা-কর্মীসহ জনতা।
Leave a Reply