মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ-১ আসন থেকে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী না: সামিল উদ্দিন আহমেদ শিমুল । স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) সৈয়দ নজরুল ইসলাম ৮ হাজার ১৭৭ ভোটে হারিয়েছেন নৌকার প্রার্থী না সামিল উদ্দিন আহমেদ শিমুল।
রোববার সকাল ৮টা থেকে সারাদেশ জুড়ে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ শেষ হয় বিকেল চারটায়। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী না সামিল উদ্দিন আহমেদ শিমুল পেয়েছেন ৮০ হাজার ১৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৭১ হাজার ৯৮৪ ভোট।
আসনটিতে ১৫৮টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ চার লাখ ৭১ হাজার ৮৮ জন। না সামিল উদ্দিন আহমেদ শিমুল সহ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ প্রার্থী।
Leave a Reply