মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
অসহযোগ আন্দোলন বাস্তবায়ন ও ৭ জানুয়ারির ভোট বর্জনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বুধবার সকালে শিবগঞ্জ পৌর এলাকার বাগানটুলি থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মো: শাহজাহান মিঞার নেতৃত্বে বিএনপির একটি দল বিভিন্ন পেশাজীবী ও পথচারীর মাঝে ভোট বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করে। এছাড়া শিবগঞ্জ বাজার, পৌর মার্কেট, কুমারপাড়া ও স্বর্ণকার পট্টিসহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন তারা। এ সময় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।পরে বাজারের পৌর মার্কেট মোড়ে সংক্ষিপ্ত পথসভা করে নির্বাচন বর্জনের আহবান জানানো হয়।
এ সময় তার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও হয়রানীর কারনে ভোটারদেরকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার আহবান জানান বিএনপির এ নেতা।
সট: অধ্যাপক শাহজাহান মিঞা, উপদেষ্টা, বিএনপি
Leave a Reply