এসএম রুবেল,
চাঁপাইনবাবগঞ্জ থেকে
কৃষি জমিতে সেঁচে অনিয়ন দূর করা, কৃষক পরিচয় পত্র প্রদান ও কৃষি পণ্যের নায্য মূল্য নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে চাঁপাইনবাবগঞ্জে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি।
সোমবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আযোজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন,বিভিন্ন জায়গায় কৃষকেরা ফসলের জন্য পানি পাচ্ছেনা। এজন্য সরকারকে তাদের সেচের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি।সেচ ব্যবস্থপনায় যারা অনিয়মের সাথে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয় এই সমাবেশে থেকে।
সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবেদ খান,কেন্দ্রীয় সদস্য রাগিব হোসেন মুন্না,চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি হুমায়ন কবির,সাধারণ সম্পাদক মিলণ পাল সহ অনান্যরা।
এদিকে,দুপুর সাড়ে ১২ টার দিকে নিত্যপন্যের দাম বৃদ্ধি প্রতিবাদ ও বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারীর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সামাজ তান্ত্রিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।এসময় সমাবেশে বক্তব্য দেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,জাসদ নেতা জামাল হোসেন পলাশ সহ অনান্যরা।
এসএম রুবেল
০১৭৫৬৯১১৯৪৬
চাঁপাইনবাবগঞ্জ।
Leave a Reply