মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় দিন রাতে চলছে পুরাতন পুকুর সংস্কারের নামে অবৈধ ভাবে চলছে পুকুর খনন।
উপজেলার চৌডালা ইউনিয়নের বেনীচক গ্রামের পুকুরে মোঃ সুমন আলী ও মো রবিউল ইসলাম রবু নামে সরকারি আর্দেশ অমান্য করে চলছে অবৈধ ভাবে পুকুর খননের কাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, এখন রমজান মাস সেহেরী খেয়ে যখন ঘুমাতে যাবো তখন শুরু হয় রাস্তায় গাড়ীর বিকট শব্দ। হঠাৎই ঘুম ভেঙে যায়।
আর চলাচলের একমাত্র রাস্তা পুকুর খননের কারনে মরন ফাঁদে পরিনত হয়েছে। রাস্তায় মাটি পড়ে থাকায় একটু বৃষ্টিতে তা কাদার সৃষ্টি হচ্ছে।এর ফলে সড়কে ঘটছে নানা দুর্ঘটনা গ্রামের মানুষের জীবন যাপন হচ্ছে বিঘ্নিত ।
এবিষয়ে পুকুরের মালিক মোঃ রবিউল ইসলাম রবু কাছে জানতে চাইলে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তিনি বলেন আমার পুকুর আমি খনন করবো, আমি মাটি বিক্রি করলে কারকি, কারও কাছে অনুমতি নিতে যাবো কেন?
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, ‘মাটি কেটে বিক্রয়ের কোনো অনুমতি দেওয়া হয়নি। পুকুর সংস্কার করতে যে মাটি উঠবে তা দিয়ে পুকুরের পার বাঁধতে পারবে। বিক্রি করতে পারবে না।’
Leave a Reply