সারোয়ার হোসেন : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়ন(ইউপি)’র জনসাধারণের সাথে জনসংযোগের মাধ্যমে মতবিনিময় করে সৌজন্য সাক্ষাৎ করেছেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। মঙ্গলবার বিকেলে গোদাগাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে এ জনসংযোগ করেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এসময় তার সাথে জনসংযোগে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি ও বর্তমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পারভেজ মোশাররফ বাবু। জনসংযোগের মাধ্যমে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দলমত নির্বিশেষে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ত্বরান্বিত করতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
Leave a Reply