মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবমোগঞ্জ উপজেলার কানসাট মাহেদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায়, ষষ্ঠ শ্রেণীর নবীন বরণ ও শিক্ষা সামগ্রী পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১মার্চ) অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটি মোঃ আব্দুল মতিন । অনুষ্ঠানে প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত,বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি মো জুবায়ের হোসেন বিশেষ অতিথি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ তরিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা একাডেমী সুপারভাইজার মোহাম্মদ মুরশিদুল আলম, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শেফাউল মূলক, প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো আবুল হায়াত বলেন নবীন ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা এবং বিদায়ীদের শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে তাদের সফলতা কামনা করেন। এছাড়া বিদ্যালয়ের বাউন্ডারি করার জন্য ২ লক্ষ টাকা বহুতল অবকাঠামো নির্মাণ, চেয়্যার, টেবিল, খেলাধুলার যাবতীয় সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দেন।
কানসাট মাহেদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক ও ছাত্রীরা বলেন অত্রবিদ্যালয়ের একটি আধুনিক ভবন নির্মাণে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা সভাশেষে পরীক্ষার্থীসহ সকলের জন্য দোয়া করা হয়। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়।
এসময় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, আয়োজকবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply