কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নে প্রয়াত আওয়ামী লীগ নেতা ‘ওসমান গণি চৌধুরী স্মৃতি সংসদ’ এর আয়োজনে সাধু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফাইনাল ফুটবল প্রতিযোগিতা,২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ খেলায় উদ্বোধন করেন উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান, ওসমান গণি চৌধুরী স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম চৌধুরী রানা’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের , যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জমশের আলো,মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফি,উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদ হিরু, শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শুশান্ত সরকার রনো,মীরবাগ বাজার কমিটির সভাপতি মঞ্জুমআলী, ওসমান গণি চৌধুরী স্মৃতি সংসদের শাকিল আহম্মেদ, আখেরুজ্জামান ইমন,আনারুল ইসলাম প্রমুখ। এ খেলায় ‘মীরবাগ বন্ধু একাদশ’ বনাম ‘ধর্মেশ্বর ড্রাইভার পাড়া একাদশ’ অংশগ্রহন করে এবং ড্রাইভার পাড়া কে ২ গোলে পরাজিত করে মীরবাগ বন্ধু একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন বিজয়ী দলকে পুরুস্কার হিসেবে নগদ ৫০০০ হাজার টাকা ও রার্নাসআপ দলকে ৩০০০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
Leave a Reply