মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ নজরুল ইসলাম শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পদে থেকে পদত্যাগ করে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাজিত হন। এমপি নির্বাচনে হেরে এবার উপজেলা নির্বাচনে তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নির্বাচনের প্রতীক ছিল কাপ পিরিচ। এই উপজেলায় ৪জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরই মধ্যে সৈয়দ নজরুল ইসলাম ভোট পেয়েছেন ৮১৮৩০, মঙ্গলবার ২১ শে মে রাত দশটায় দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এই ফলাফল ঘোষণা করেন।
দায়িত্বরতরা জানান শিবগঞ্জ উপজেলা ০১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ১৬৬টি ভোট কেন্দ্র সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৭৮ হাজার ৭০২জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৪৫ হাজার ৬২১জন, নারী ভোটার ২ লক্ষ ৩৩ হাজার ৮১জন।
শিবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার জানান চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকের সৈয়দ নজরুল ইসলাম ভোট পেয়েছেন ৮১৮৩০, মোটরসাইকেল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো মহসিন আলী পেয়েছেন ৬৭০২০ভোট। বেসরকারি ফলাফলে সৈয়দ নজরুল ইসলামকে বিজয়ী হয়েছেন।
বিজয়ী ঘোষণার পর উপজেলা বিভিন্ন সড়কের বিজয় মিছিল ও উল্লাস করে সৈয়দ নজরুল ইসলামের অনুসারীরা সাধারণ ভোটাররা।
বিজয় পরবর্তী অনুভূতি জানিয়ে সৈয়দ নজরুল ইসলাম বলেন শিবগঞ্জ বাসী ও কাপ পিরিচ প্রতীকের সমর্থকদের দেখভাল করার দায়িত্ব আমার কাঁধে পড়ল। তার সব সমার্থক ভোটার সর্বোপরি কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন। শান্তির মধ্য দিয়ে শিবগঞ্জবাসীকে নিয়ে আমরা ভালো থাকতে চাই এবং এই উপজেলা সব নাগরিককে ভালো রাখার চেষ্টা করব।
Leave a Reply