মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জে সাংবাদিক মোঃ নাহিদ উজ্জামান এর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় শিবগঞ্জ উপজেলার আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ও এতিমখানা কেরাতিয়া হাফেজিয়া মাদ্রাসা ছোট ছোট শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানা ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন , শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ হাসান আলী , দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকা বিভাগের সম্পাদক মোঃ সেলিম রেজা, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সাংবাদিক নাহিদ উজ্জামান বলেন, আমরা এই এতিম ছোট ছোট ভাইদের জন্য পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছি। আমরা এই কাজ করতে পেরে খুশি হয়েছি। পবিত্র কোরআন শরিফ উপহার পেয়ে তারাও খুব খুশি হয়েছে।
আমার সামর্থ্য অনুযায়ী আগামীতেও আমরা কল্যাণমূলক এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব। মানুষের জন্যই মানুষ। এ সব এতিমদের পাশে দাঁড়াতে আমার খুব ভালো লাগে। মানুষের বিপদে, মানুষের কল্যাণে সবসময় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
Leave a Reply