চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মহদিপুর সাতভাইয়াপাড়া গ্রামে আগুনে পুড়েছিল ভিক্ষুক মোসা. বেবী বেগমের বাড়িঘর। ওই বাড়িতে তিনটি টিনশেডের বসতঘর, একটি রান্নাঘর ও একটি খড়ি রাখার ঘর ছিল। শনিবার (০৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়রা জানায়, মহদিপুর সাতভাইয়াপাড়া গ্রামের সাজেমান মণ্ডলের মেয়ে বেবীর (৬০) টিনশেডের বাড়িতে দুপুর সোয়া ১২টার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরে থাকা চাল, গমসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, বেবী বেগম দীর্ঘদিন ধরে ভিক্ষা করে সংসার চালিয়ে আসছিলেন। আগুনে তার সব শেষ হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে যায় বেবী বেগম। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং ১ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তাকে ঢেউ টিন দিয়ে পাশে দাঁড়িয়েছে সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প চাঁপাই। এমনকি তার ঘরে টিন তুলে দেয়ার কাজও করবে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। সোমবার (১০ এপ্রিল) বেবী বেগমের মতো মোট ৫টি পারিবারের মাঝে দুই বান করে টিন বিতরণ করা হয়।
বেবী বেগম জানান, ভিক্ষা করে খাই। আগুনে বাসায় যা ছিল, তার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছিল। খোলা আকাশের নিচে ছিলাম। টিন পেয়ে খুবই ভালো উপকার হলো। একটু মাথা গোঁজার থায় হবে।
এদিকে, গত ০৫ এপ্রিল বিকেলে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুর গ্রামে অগ্নিকান্ডে সব পুড়ে ছাই হয়ে যাওয়া চারটি পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প চাঁপাই-এর প্রতিষ্ঠাতা সভাপতি জারা জাবিন মাহবুবের আয়োজনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে ১০ বান টিন বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প চাঁপাই- এর স্বেচ্ছাসেবকরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব টিন প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জিলহাজ বিশ্বাস, সদস্য ও স্বেচ্ছাসেবক মো. নিশান, মো. তাজ, মনময় ও শহীদুলসহ অন্যান্যরা। এবিষয়ে হেল্প চাঁপাই-এর সাধারণ সম্পাদক জিলহাজ বিশ্বাস বলেন, অগ্নিকাণ্ডে ছয়টি বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও টিন পুরোপুরি ছাই হয়ে যায়। খোলা আকাশের নিচে বসবাস করছিল ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এমন খবর পেয়ে হেল্প চাঁপাই-এর সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবিন মাহবুব এসব পরিবারের মাঝে টিন বিতরণের উদ্যোগ নেন।
তিনি আরও বলেন, জারা জাবিন মাহবুব আপুর উদ্যোগে হেল্প চাঁপাই-এর পক্ষ থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের সময়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের প্রায় ৩০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী, অক্সিজেন সিলিন্ডার, ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে দরিদ্র মানুষের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ এবং বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
Leave a Reply