মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চলো ফিরে যাই শৈশবে এই শ্লোগানকে সামনে রেখে শিবগঞ্জ সোনামসজিদ রংধনুক পার্কে এস এস সি ১৯৯৩ ব্যাচ এর মিলন মেলা উদযাপন করেছেন।
শিক্ষাজীবন পেরিয়ে যখনই জীবিকার ভার পড়েছে সবার মাঝে তখন তারা যে যার মতো করে ছুটেছেন জীবন সংগ্রামে। কেউ সরকারি চাকুরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ রাজনীতিবিদ, কেউ মধ্যপ্রাচ্য কেউ বা ইউরোপ আমেরিকাতে অবস্থান করছেন। শিক্ষা জীবন শেষ করে কর্মময় হয়ে উঠে অনেকেই।
এমনিভাবেই ৮ ডিসেম্বর শনিবার শিবগঞ্জ উপজেলার সারা বাংলাদেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান ১৯৯৩ সালের এসএসসি ব্যাচ এর চার শতাধিক বন্ধু একসঙ্গে সারা দিন আড্ডা, খাওয়া, ছবি তোলা, নাচ, গানে মশগুল ছিল সারাদিন। ঔখানে ছিল না কোনো অভিভাবক এমনকি জুনিয়ররাও। ফলে তারা নিজেদের মধ্যে আলাপচারিতায় দিনটি চমৎকার উপভোগ করে দারুণভাবে । যেন হারিয়ে যান সেই ১৯৯৩ সালের দিকে।
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সোনামসজিদ রংধনুক পার্কে বন্ধুদের মিলন মেলা ইতিহাসে এক বিরল ঘটনার জন্ম দেন তারা। মো জাইদুল ইসলাম বলেন অন্যান্য বন্ধুরা একত্রিত হয়ে এই আয়োজন করে শিবগঞ্জ উপজেলার ১৯৯৩ সালের এসএসসি ব্যাচদের উৎসাহ উদ্দীপনা যুগিয়ে মিলন মেলা সফল করেন।
এই মিলন মেলায় শুরুতেই কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু করেন তারা। প্রয়াত বন্ধুদের জন্য মোনাজাত করা হয়।
Leave a Reply