বিশেষ প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে গাইবান্ধা জেলার সাঘাটা থানার, সাঘাটা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৯টি পূজামণ্ডপে সিসি ক্যামেরা বিতরণ করেছেন। বুধবার (৯ অক্টোবর) বিকেলে বিএনপি দলের নেতা কর্মীর মাধ্যমে পূজামণ্ডপের নেতৃবৃন্দের নিকট এসব বিতরণ করেন।
এ সময় ইউনিয়নের অধিনস্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সাঘাটা ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি- জিয়ান আহমেদ রাজু বলেন, সাঘাটা ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, তবে তাদের যেন সহজে চিহ্নিত করা যায় সেজন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন বিএনপি।
Leave a Reply