ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গন গীতা শিক্ষাকেন্দ্রের আয়োজনে গীতা সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১০ টা হতে উক্ত সম্মেলন টি অনুষ্ঠিত হয় আর তা শেষ হয় বিকেল চারটায়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন –
আচার্য্য শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী,সভাপতি, মহানাম সম্প্রদায় বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন
শ্রীমৎ ধ্রুব চৈতন্য মহারাজ, সভাপতি, বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ,স্বামীবাগ ঢাকা।
শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, সম্পাদক, শ্রীঅঙ্গন কমিটি।
শ্রী দেবাশীষ দাস, সাবেক বিভাগীয় প্রধান, সরকারি রাজেন্দ্র কলেজ,ফরিদপুর
শ্রী বিকাশ কুমার পাল,আমরাই হব কালের খেয়া -২০১০,মুকসুদপুর, গোপালগঞ্জ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রী রমেন্দ্রনাথ মূর্খাজী, শিক্ষক, শ্রীঅঙ্গন গীতা শিক্ষা কেন্দ্র, ফরিদপুর
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন – শ্রীমৎ বন্ধু কিশোর দাস, তত্ত্বাবধায়ক ও পরিচালক, শ্রীঅঙ্গন গীতা শিক্ষা কেন্দ্র, ফরিদপুর।
তিনি তার গুরু মহারাজের নির্দেশনায় ও অনুপ্রেরণায় গীতা শিক্ষাকেন্দ্রের কার্যক্রম গুলো এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তার নেতৃত্বে ১০০ টির বেশি গীতা স্কুল পরিচালিত হচ্ছে বলে মতামত ব্যক্ত করেন। প্রায় ৩০ টি স্কুল এর শিক্ষক ও ছাত্র ছাত্রী নিয়ে এ আয়োজন সাফল্য লাভ করছে। এমন আয়োজন বার বার করা হবে বলে মতামত প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের
বিশেষ অতিথি বিকাশ কুমার পাল বলেন তারা কালের খেয়া -২০১০ সংগঠনের মধ্যে দিয়ে তাদের কার্যক্রম গুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। শ্রীঅঙ্গন গীতা শিক্ষাকেন্দ্রের সহযোগিতা পেলে আরো প্রসারিত হবে তাদের কার্যক্রম।
শ্রীমৎ ধ্রুব চৈতন্য মহারাজ, সভাপতি, বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ তিনি সকল গীতা স্কুলের জন্য যত গীতার প্রয়োজন হবে তা দেবার কথ ব্যক্ত করেন। এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ গীতার প্রচার ও প্রসারের উপর গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন।
আনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী বলেন প্রতিবছর সকল স্কুলের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে, এভাবে সম্মেলন করে তাদের প্রতিভাকে সম্মান জানানো হবে। তিনি বলেন সব সময় গীতার প্রচারে তিনি নিবেদিত প্রাণ হয়ে পাশে থাকবেন।
সভাপতি তার বক্তব্যে বলেন -প্রায় হাজার শিক্ষার্থীর এই আয়োজন সবাই আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল অতিথি ও ছাত্র ছাত্রীদেরকে আবারও এমন আয়োজনের সাথে থাকার প্রত্যাশা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।
এছাড়া অনুষ্ঠানে মাঝেমাঝেতে ভক্তিমূলক সংগীত পরিবেশন করা হয়।
উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ অনুষ্ঠানটি উপভোগ করেন।
Leave a Reply