অন্তভিত্তিক মূলক টিকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকাশিত নেতৃত্বে এগিয়ে যাক প্রতিবন্ধী জনগণ এ স্লোগানকে সামনে রেখে শিবগঞ্জে আন্তর্জাতিক ৩৩ তম এবং ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ৩ই ডিসেম্বর শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আফতাবুজ্জান আল ইমরান, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তৌফিক আজিজ, শিবগঞ্জ থানা ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা বাস্তবায়ন প্রকল্প অফিসার মোঃ মিজানুর রহমান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রবিউল হক, অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোছা মাহমুদা নাসরিন সহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয় এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply