মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা প্রথম-বারের মতো সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গনে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০টায় আয়োজিত সাহিত্য মেলায় শিবগঞ্জ উপজেলার তৃণমূলসহ সর্বস্থরের অর্ধ -শতাধিক কবি, সাহিত্যিক, গবেষক, গীতিকার, সুরকার, শিল্পীরা অংশ নেন। দু’দিনব্যাপী এ সাহিত্য মেলা চলবে।
বাংলা একাডেমির সমন্বয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা পর্যায়ে সাহিত্যকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্দেশেই এ সাহিত্য মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা উপ-পরিচালক স্থানীয় সরকার দেবেন্দ্র নাথ উরাও,চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ উপাধাক্ষ ডা সৈয়দ মো মন মোজাহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ কালচারাল অফিসার ও শিল্পকলা একাডেমি মো ফারুকুরইসলাম ফয়সল, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো আবুল হায়াত, বিশেষ অতিথি, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো জুবায়ের হোসেন, শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া, চাঁপাইনবাবগঞ্জ নকশি কাঁথা সাহিত্য পত্রিকার সম্পাদক মো শাহ নাওয়াজ গামা সহ আরো অনেকে উপস্থিত ছিল।
Leave a Reply