নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউ সি উচ্চ বিদ্যালয় মাঠে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া এবং দুস্থ্য ও অসহায়দের মাঝে ৩ হাজার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ আগস্ট রোববার বিকেল ৫ টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি , শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবীর মুক্তা, সাধারণ সম্পাদক, মো.আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌরসভার মেয়র ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুনিরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,মো. বেনজির আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহা. আব্দুল আওয়াল গনি।
শাহবাজপুর ইউনিয়ন শাখা আ. লীগ সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা শাখা আ. লীগ যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. তৌফিকুল ইসলাম শাহীন, শিবগঞ্জ উপজেলা শাখা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আল মামুন, শ্রমিক লীগ, শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি পলাশ আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান মানিক, কৃষক লীগ, শিবগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আওয়াল প্রফেসর, যুবলীগ, শাহবাজপুর ইউনিয়ন শাখার সভাপতি ওয়ালিদ হাসান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
বাংলাদেশ ছাত্রলীগ, শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সামিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল বাকী, পৌর শাখা ছাত্র লীগ সভাপতি আলীরাজ, সাধারণ সম্পাদক ডলার রকি, শাহবাজপুর ইউনিয়ন শাখা ছাত্র লীগের সভাপতি সৈবুর রহমান, সাধারণ সম্পাদক সাহিন আলী, আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডলার মাহাম্মুদ জনিসহ শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি /সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন, শাহবাজপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম। এ ছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Leave a Reply