মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চককীর্তি ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে অবশেষে বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে একাদশ শ্রেণি এক শিক্ষার্থী। ঘটনাটি শিবগঞ্জ উপজেলার চক কীর্তি ইউনিয়নের চাতরা গ্রামের।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২৪) দুপুরে ১টায় চককীর্তি ইউপি চেয়ারম্যান মো আনোয়ার হাসান আনু মিয়া জানান, ইউনিয়নের চাতরা গ্রামের আবুল কালাম একাদশ শ্রেণি শিক্ষার্থী মেয়েকে (১৭) বাল্য বিয়ে দেওয়ার আয়োজন চলছিলো। বিষয়টি জানতে পেরে গ্রামপুলিশ পাঠিয়ে স্কুল ছাত্রীর অভিভাবকদের পরিষদে ডেকে আনা হয়। পরে অভিভাবকদের বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করা হয়। এরপর কনের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত স্কুল ছাত্রীকে বিয়ে দিবে না বলে পরিবারের সদস্যরা। ফলে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ওই ছাত্রী।
Leave a Reply