মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ রিপোর্টার
নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ও মানসম্মত নাগরিক সেবাদানে ‘শিবগঞ্জ পৌরসভা’ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত হয়েছে। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে ৬ অক্টোবর সকাল ৯:৩০ মিনিটে রাজশাহ উদ্যোগে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মাননা সনদ ও পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ডা:দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান অতিথি রাজশাহী বিভাগের পরিচালক স্থানীয় সরকার মোঃ জসিম উদ্দিন হায়দার, রাজশাহী জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম বলেন, দেশের জনগনের জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্ভুল ভাবে সম্পন্ন করে জনগনের কাছে পৌঁছে দেয়া একটি বড় চ্যলেঞ্জ। তিনি এই কাজে শিবগঞ্জ পৌরসভা অবদান রাখায় শিবগঞ্জ পৌরসভাকে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত ঘোষনা করেন।
শিবগঞ্জ পৌরসভার মেয়র বলেন রাজশাহী বিভাগীয় শ্রেষ্ঠ পৌরসভার গৌরব অর্জনে শিবগঞ্জ পৌরবাসীকে অভিনন্দন জানান। মেয়র জানান, এ অর্জন পৌরবাসীর-তাই এই গৌরবোজ্জল অর্জন শিবগঞ্জ পৌরবাসীকে উৎসর্গ করছি।
Leave a Reply