মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে শিবগঞ্জ উপজেলা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
সোমবার বিকেল ৪টায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিবগঞ্জ ডাকবাংলা চত্বর থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
বিক্ষোভ মিছিলটি শিবগঞ্জ ডাকবাংলা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার শিবগঞ্জ ডাকবাংলাতে গিয়ে শেষ হয় ।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো আব্দুল আওয়াল গণি জোহা, শিবগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সমিউল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল বাকী, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মো আলীরাজ ও সাধারণ সম্পাদক মো ডলার ইসলাম রকি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে প্রস্তুত আছে। এসময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের শাস্তি দাবি করেন নেতাকর্মীরা।
Leave a Reply