তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে তানোর থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে (০৮ ডিসেম্বর) শুক্রবার বিকালে তানোর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত ধর্ষক নাহিদকে (১৯) নওগাাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাজবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেন। জানা গেছে, তানোর উপজেলার কলমা ইউনিয়নের আলোকছত্র গ্রামের জৈনক ব্যক্তির ৮ বছরের শিশু কন্যা গত রবিবার বিকালে আলোকছত্র গ্রামের জমির মাঠে কালায় কুড়াতে যায়। এসময় নাহিদ পাশের জমিতে ছাগল চরাছিলো। ওই শিশুকন্যাকে একা পেয়ে নাহিদ পাশের জিমক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললে। নাহিদ ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ওই শিশু মাকে খবর দেয়। শিশুটিকে প্রথমে স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর বলেন, বিভিন্ন স্থানে খোজখবর নিয়ে নাহিদকে রাজবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করি। নাহিদ নিজে ধর্ষণের কথা স্বিকার করেছেন। তানোর থানা অফিসার ইনজার্চ (ওসি) আব্দুর রহিম বলেন, ওই শিশুর মা বাদি হয়ে ৭ ডিসেম্বর থানায় ধর্ষনের মামলা করেছেন। মামলার পরে বিশেষ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সারোয়ার হোসেন
০৮ ডিসেম্বর /২০২৩ইং
০১৭৬০-৮৫৭৯৮৮
Leave a Reply