১৯৭১ সালের পর ২৪ সালের হওয়া আন্দোলনের বিজয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান দিবস উপলক্ষে বিজয় মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ মডেল স্কুলের সামনে থেকে মিছিলটি বের হয়েছে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনাকষা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। বিজয় মিছিল ও সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. বেলাল ই বাকি ইদ্রিশী। এসময় বক্তরা বলেন, যে আশা-প্রত্যাশা নিয়ে বাংলাদেশ বিজয় হয়েছিল সেই কাঙ্ক্ষিত বিজয় গত ১৪ বছরে ফ্যাসিস্ট সরকার পদদলিত করে মানুষের মুখকে বন্ধ করে। বাক স্বাধীনতাকে হরণ করে দুঃশাসন ও অপশাসনের রাজত্ব কায়েম করেছিল ফ্যাসিস্ট সরকার। তাই বিজয়ের এই দ্ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা।
মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা
Leave a Reply