মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” স্লোগানে শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সার্বিক অগ্রগতির লক্ষ্যে অংশীজনের সঙ্গে আলোচনার সব পর্যায়ে সকল শ্রেণীপেশার মানুষকে অন্তর্ভুক্ত করে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সমতাভিত্তিক, মানবিক রাষ্ট্র, সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এলক্ষ্যে প্রয়োজনীয় সকল কাঠামোতে সংস্কার আনতে হবে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারকে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা শাখার সভাপতি আসলাম কবীর, সিনিয়র সহ-সভাপতি রবিউল টুটুল, সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, শিবগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক একেএস রোকনসহ অন্যান্যরা। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
Leave a Reply