আবিদ হাসাম:
কোন এক গ্রীষ্মের দুপুরে তুমি জানতে চেয়েছিলে আমার কি ইচ্ছে ?
সে দিন শোনার মতো তুমি ছিলে কিন্তু বলার মতো আমার ভাষা ছিল না।
আজ আমি বলব কিন্তু শোনার মতো সেই তুমি আজ নেই।
আমার ইচ্ছে ছিল তোমাকে নিয়ে এই বহ্মাণ্ড দেখার।
তুমি আর আমি পাশাপাশি বসে সৃষ্টি কর্তার সুন্দরর্য দেখে তাকে শুকরিয়া জানাতাম।
হঠাৎ তুমি আমার ডান হাতটা জরিয়ে ধরে আমার কাধে তোমার মাথা রেখে ঘুমিয়ে পরতে।
কতক গুলো কেশ তোমার কপোলে পরলে কেশ সরিয়ে দেওয়ার ছলে তোমাকে স্পর্শ করতাম।
তুমি কি আমার চালাকি ধরে ফেলতে না কি আমাকে আরও সুযোগ দিতে তোমাকে স্পর্শ করার ?
আমার ইচ্ছে ছিলো তেমাকে নিয়ে কোন দ্বীপে বসবাস করার, আমাদের লতা পাতার ঘর থাকত,
চাঁদনি রাতে দোলনায় দোল খেতে খেতে আমায় তুমি গান শোনাতে আর আমি তোমার কোলে জায়গা করে নিতাম।
হরেক রকম ফুল থাকত ঐ দ্বীপ টায় তুমি বলতে ঐ ফুলটার নাম কি প্রিয় ?
আমি বলতাম জেসমিন, তুমি বলতে ঐ টার কি নাম কলিজা আমি বলতাম জেসমিন।
তুমি ভ্রু কুচকিয়ে রেগে আমার দিকে তাকিয়ে থাকতা
আমি বলতাম সব ফুলে যে আমি তোমার মুখ দেখি জেসমিন আমি কি করব ?
তুমি একটু মৃদু হাসি দিতে, আর আমি আমার মনে তা আঁকিয়ে নিতাম
হারাবার ইচ্ছে তো ছিল না জেসমিন,ইচ্ছে ছিল তোমাকে নিয়ে বিশ্ব বহ্মাণ্ড দেখার।
Leave a Reply